Home > বিশেষ সংবাদ > স্বাস্থ্য অধিদপ্তরের কালো তালিকায় ১৪ প্রতিষ্ঠান

স্বাস্থ্য অধিদপ্তরের কালো তালিকায় ১৪ প্রতিষ্ঠান

শিরোনাম
বিতর্কিত সেই ওয়েব সিরিজের বিষয়ে ব্যাখ্যা চাইলো তথ্য মন্ত্রণালয়
বুয়েটের নতুন উপাচার্য সত্য প্রসাদ মজুমদার
ভার্চুয়াল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করছে সরকার
বড়লেখায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরে উঠলেন দরিদ্র মুক্তিযোদ্ধার কন্যা লায়লা
কমলগঞ্জের সহকারী কমিশনার ভূমি নাসরিন চৌধুরী পেল করোনা মহামারী কর্মযোদ্ধার স্বীকৃতি
সাতক্ষীরায় নতুন করে আরো ২০ জনসহ মোট আক্রান্ত ১৩২ জন

জাতীয়

স্বাস্থ্য অধিদপ্তরের কালো তালিকায় ১৪ প্রতিষ্ঠান

টিবিটি নিউজ ডেস্ক

জুন ২৫, ২০২০ | ১৮:৫৫:অপরাহ্ণ |  আপডেট: ১৮:৫৫:অপরাহ্ণ

SHARES

দুর্নীতি, প্রতারণা ও চক্রান্তের অভিযোগে ১৪টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালোতালিকাভুক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণে থাকা মেডিক্যাল কলেজ, হাসপাতাল ও প্রতিষ্ঠানের এমএসআর, ভারী মেশিন ও সামগ্রী কেনা কাটায় অনিয়ম ও দুর্নীতির ওঠা অভিযোগ তদন্ত করে ২০১৯ সালের ১২ ডিসেম্বর চৌদ্দটি ঠিকাদার প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করতে মন্ত্রীপরিষদ বিভাগের সচিবের কাছে চিঠি পাঠান দুদক সচিব।

এরপর এ মাসের ৬ তারিখ স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ক্রয় ও সংগ্রহ অধিশাখা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, কেন্দ্রীয় ঔষাধাগারের পরিচালকে দুদকের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নিতে চিঠি দেন।

এ ছাড়া ১৪টি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতি করে ১৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৯টি মামলা রয়েছে। ২০১৮ ও ১৯ সালে দুদক এই মামলাগুলো করে।

সেই চিঠিতে দুর্নীতি দমন কমিশনের অভিমতের আলোকে সরকারি অর্থের যাথাযথ ব্যবহার নিশ্চিতকরণসহ ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা আনয়ন এবং দুর্নীতি, প্রতারণা ও চক্রান্তমূলক কার্যক্রম প্রতিরোধকল্পে ১৪টি ঠিকাদারী প্রতিষ্ঠানসহ উক্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীগণের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের রুজুকৃত মামলার তালিকা প্রেরণ করে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানসহ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীগণেকে কালো তালিকাভুক্ত করা প্রয়োজন মর্মে অভিমত ব্যক্ত করা হয়।