Home > বিনোদন > তিন মাস পর ফিরছেন গাল্লিবয় জুটি তবীব-রানা

তিন মাস পর ফিরছেন গাল্লিবয় জুটি তবীব-রানা

এক গান গেয়েই অনলাইনে ভাইরাল হয়েছেন ‘গাল্লি বয়’ খ্যাত পথশিশু রানা ও তার আবিষ্কারক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তবীব। এরপর একের পর এক গান গেয়ে দর্শকদের মুগ্ধ করে গেছেন।

এর পরপরই সাময়িক বিরতি যেন নিয়েছিলেন রানা। গত তিন মাসে তবীবের চারটি গান এলোও কোনোটাতে ছিলেন না এই খুদে শিল্পী।

অবশেষে তারা একসঙ্গে আবারও ফিরছেন। তৈরি হয়েছে নতুন গান, ‘আই কান্ট ব্রেথ’। তবীব বলেন, ‘একবিংশ শতাব্দীতে মানুষের জীবন সবচে সস্তা। প্রেম বিলুপ্তপ্রায় একটি বস্তু। বিশ্বাস জাদুঘরের অহংকার। দম ছোট হয়ে আসে বেঁচে থাকার অতিরিক্ত লোভে। এগুলো দিয়েই গানটি সাজানো। আশা করছি, ২৯ জুন এটি মুক্তি পাবে। রেকর্ডিং ও ভিডিওর কাজ একেবারেই শেষ পর্যায়ে আছে।’

‘অনুভূতি’, ‘মধ্যবিত্তের লকডাউন’, ‘এই দুর্যোগে যা কর্তব্য’ ও ‘মৃত্যু বন্যায় ভাসে রমজান’-এই গানগুলো গত তিন মাসে মাসে প্রকাশিত হয়েছে। যেখানে তবীবের সঙ্গে হাজির হয়েছেন একে হাসান নামের একজন শিল্পী।

রানার অনুপস্থিতি প্রসঙ্গে তবীব বলেছিলেন, ‘লকডাউনের আগ দিয়ে রানা ফরিদপুরে গিয়েছিল। তবে গানে রানা না থাকার মূল কারণ এর বিষয়বস্তু।’
জানালেন, নতুন গানটি তবীব মাহমুদ নামের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।