Home > আন্তর্জাতিক > ত্রিমুখী সামরিক চাপে পড়তে পারে ভারত

ত্রিমুখী সামরিক চাপে পড়তে পারে ভারত

ভারত-চীন সীমান্তবর্তী লাদাখে দুই দেশের সেনাদের মধ্যে বেশ বড়সড় সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে ভারতের একজন কর্নেলসহ ২৩ সেনা নিহত হয়েছে। অন্যদিকে ভারতীয় বাহিনীর হাতে হামলায় চীনের ৪৩ সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে ভারত। লাদাখের এ সংঘর্ষের ঘটনায় পরস্পরকে দুষছে বেইজিং ও দিল্লি। এরইমধ্যে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রচ্ছন্ন হুমকি, শুধু বেইজিং-এর নয় বরং চীন, পাকিস্তান ও নেপালের ত্রিমুখী সামরিক চাপে পড়তে পারে দিল্লি। খবর টাইমস অব ইন্ডিয়া’র।

সাংহাই একাডেমি অব সোশ্যাল সায়েন্সেস-এর ইন্টারন্যাশনাল রিলেশন্স ইনস্টিটিউট-এর একজন রিসার্চ ফেলো হু ঝিয়াং। বুধবার গ্লোবাল টাইমস-কে তিনি বলেন, ‘সীমান্ত পরিস্থিতি পরিবর্তনের কোনও ইচ্ছা আদৌ চীনের নেই। ঘটনাটি নিয়ন্ত্রণরেখার চীনা অংশেই ঘটেছে। ফলে সংঘর্ষকালে ভারতের ২০ জন সেনাসদস্য নিহত হয়। এই সংঘাতে ভারতীয় পক্ষ থেকে পুরোপুরি উসকানি দেওয়া হয়েছিল।’