Home > 'কোভিড-১৯' সর্বশেষ আপডেট > লকডাউন হচ্ছে না বসুন্ধরা আবাসিক এলাকা

লকডাউন হচ্ছে না বসুন্ধরা আবাসিক এলাকা

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির বিবেচনায় ‘রেড জোন’ হিসাবে চিহ্নিত ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার অংশবিশেষ অবরুদ্ধ করার প্রস্তুতি চললেও বৃহস্পতিবার রাতে তা হচ্ছে না।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে বসুন্ধরার কিছু এলাকা ‘লকডাউন করা হচ্ছে’ বলে স্থানীয়ভাবে যে মাইকিং করা হয়েছিল, তাকে কিছু লোকের ‘অতি উৎসাহের’ ফলে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে বর্ণনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

এর আগে আজ বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে ওই এলাকা লকডাউন করার ঘোষণা দিয়েছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

বসুন্ধরা আবাসিক এলাকাটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডভূক্ত। ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ঢালি বলেন, সিটি কর্পোরেশন লকডাউনের প্রস্তুতি নেওয়ার চিঠি দিয়েছিল। ওই চিঠি অনুযায়ী লকডাউনের জন্য মাইকিং করা হয়েছিল। এটা নিয়ে একটা ভুল বুঝাবুঝি হয়েছিল। এখন লকডাউন হবে না। এটা বাতিল করা হয়েছে।

ভাটারা থানার ওসি মোক্তারুজ্জামান বলেন, বুধবার সন্ধ্যায় সিটি কর্পোরেশনের নির্দেশনা অনুযায়ী লকডাউনের ঘোষণা দিয়ে মাইকিং করা হয়েছিল। পরবর্তীতে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র স্থানীয় কাউন্সিলরকে ফোন করে লকডাউন না করার কথা জানান। ওয়ার্ড কাউন্সিলর মেয়রের সেই নির্দেশ পুলিশকে জানানোর পর লকডাউন আর হচ্ছে না।