Home > 'কোভিড-১৯' সর্বশেষ আপডেট > করোনা: আক্রান্তে কানাডাকে টপকে গেল বাংলাদেশ

করোনা: আক্রান্তে কানাডাকে টপকে গেল বাংলাদেশ

করোনাভাইরাসের ছোবলে বিপর্যস্ত গোটা বিশ্ব। দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত— জনপদে জনপদে এখন লাশের সারি। এই ভাইরাসের সংক্রমণ ক্রমেই বাড়তে থাকায় সামনের দিনগুলোতে লাশের মিছিল আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হবে বলে আশঙ্কা জাগছে। বাংলাদেশেও উদ্বেগজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ এবং মৃত্যু। করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান প্রচারের ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের পরিসংখ্যান অনুসারে, সংক্রমণের দিক থেকে বাংলাদেশ এখন শীর্ষ দেশগুলোর তালিকায় ১৭তম অবস্থানে জায়গা করে নিয়েছে।

গতকাল বুধবার ওয়ার্ল্ডোমিটারের ওই তালিকার ১৮তম স্থানে ছিল বাংলাদেশ। তবে গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা যোগ হতেই আজ বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ বুলেটিন প্রচারের পর ওয়ার্ল্ডোমিটার্সের গ্রাফে বাংলাদেশকে ১৭তম স্থানে দেখা যায়।