Home > 'কোভিড-১৯' সর্বশেষ আপডেট > দেশের আরেক সাবেক ক্রিকেটার করোনায় আক্রা’ন্ত!

দেশের আরেক সাবেক ক্রিকেটার করোনায় আক্রা’ন্ত!

স্পোর্টস ডেস্ক : দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। লকডাউন শিথিল করার পর প্রতিদিনই আক্রা’ন্তের সংখ্যা বেড়েই চলছে। আশিকুর রহমানের পর দেশের আরেক সাবেক ক্রিকেটার সজিব দাস করোনায় আক্রা’ন্ত হয়েছেন। সজিব দাস ঢাকা প্রিমিয়ার লিগের দুটি ক্লাব ওয়ারি ও ভিক্টোরিয়ার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতেন।

খোঁ’জ নিয়ে জানা গেছে শুধু সজীবই নন, তার মায়েরও করোনা পজেটিভ এসেছে। সজীব সপ্তাহখানেক আগে সপরিবারে ফরিদপুরের সদরপুরে তার শ্বশুরবাড়ি গিয়েছিলেন। গতকাল সেখানেই তার করোনা শনা’ক্ত হয়েছে। এরপর স্থানীয় প্রশাসন বাড়িটি লকডাউন করে রাখে। এখন মায়ের সঙ্গে শ্বশুর বাড়িতেই আইসোলেশনে আছেন সজীব।

 

সজিবের বাড়ি মাদারীপুরে। আইসোলেশন নি’শ্চিত করতে তিনি পরিবারের বাকি সদস্যদের মাদারিপুরে পাঠাতে আগ্রহী। এজন্য জেলা প্রশাসনের অনুমতির অপেক্ষা করছেন। ২০০৭ সালে ক্রিকেট ছেড়ে দেওয়া সজীব একটি বেসরকারির প্রতিষ্ঠানে কাজ করছেন। তার পরিবারের ওপর করোনার ছায়া নেমে আসায় উদ্বে’গ প্রকাশ করেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব।