Home > আন্তর্জাতিক > সৌদিতে করোনায় মারা যাওয়া ৫৯ জনের ১০ জনই বাংলাদেশি

সৌদিতে করোনায় মারা যাওয়া ৫৯ জনের ১০ জনই বাংলাদেশি

প্রাণঘাতী করোনাভাইরাসে গত একদিনে মৃত্যু হয়েছে ৭ জনের। ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে। আর গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে আরও ৪২৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৬২ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪১ জন। মোট সুস্থের সংখ্যা ৭৬১ জন।

সৌদিতে অবস্থিত বাংলাদেশ জেদ্দা কনস্যুলেটের দেয়া হিসেব অনুযায়ী, দেশটিতে ১০ বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

দেশটির এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় নাগরিকদের চেয়ে অভিবাসীরা বেশি আক্রান্ত হয়েছেন। দেশটিতে করোনা আক্রান্তের প্রায় ৭০ শতাংশই অভিবাসী।

সৌদিতে করোনার সংক্রমণের বিস্তার ঠেকাতে প্রায় এক মাস যাবত দেশটির সরকারি আধা-সরকারি ও বেসরকারি অফিস আদালত, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। দেশটির বেশিরভাগ শহরে অনির্দিষ্টকালের জন্য ২৪ ঘণ্টা কারফিউ বলবৎ রয়েছে।

এ পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৮ হাজার ১৭ জনে। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৩ হাজার ৩১৩ জনে।