Home > আন্তর্জাতিক > ইসলামে আছে করোনায় মৃতরা শহীদ, শহীদদের গোসল ও কাফনের প্রয়োজন নেই

ইসলামে আছে করোনায় মৃতরা শহীদ, শহীদদের গোসল ও কাফনের প্রয়োজন নেই

Home  আন্তর্জাতিক

আন্তর্জাতিক
করোনায় মৃতরা শহীদঃ শহীদদের গোসল ও কাফনের প্রয়োজন- আসাদুজ্জামান ওয়াইসি
April 13, 2020

ভারতের হায়দ্রাবাদের এমপি ও ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি ব্যারিস্টার আসাদুজ্জামান ওয়াইসি বলেন, ‘মহামারীতে মৃত সকলেই শহীদের মর্যাদা পাবেন তা ইসলাম ধর্মে বলা আছে। এধরনের লাশের গোসল কিংবা কাফনের কোনো প্রয়োজন নেই। তাদের দ্রুত জানাযা শেষে অল্প মানুষের সাহায্যে দাফন দিয়ে দিন।‘

গত মাসে ভারতের তেলেঙ্গানায় নিজামুদ্দিনে করোনাভাইরাসে মৃত ৯ তাবলিগ অনুসারীদের গোসল ও কাফন ছাড়াই দাফন করা হয়েছে। দি সান

উল্লেখ্য, এর আগে মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন এক সার্কুলার জারি করে জানায় করোনায় মৃতদের লাশ সকল ধর্মবর্ণ নির্বিশেষে পুড়িয়ে ফেলা উচিত যাতে ভাইরাসের বিস্তার না ঘটে। পরে এ সার্কুলার সংশোধন করা হয়। করোনায় মৃতদের কাছে স্বজনদের যাওয়ার ব্যাপারেও অনুমতি নিতে বলা হয়।