Home > জাতীয় > সারাদেশ > সকল ত্রাণ চোরদের আইনের আওতায় আনার নির্দেশ দিলেন আইজিপি

সকল ত্রাণ চোরদের আইনের আওতায় আনার নির্দেশ দিলেন আইজিপি

প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারি ত্রাণ চুরি বা অনিয়মকারীদের আইনের আওতায় আনতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। ত্রাণ বিতরণের ক্ষেত্রে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও উল্লেখ করেন তিনি।

আজ রবিবার রাতে ভিডিও কনফা‌রে‌ন্সে পুলিশ ইউনিটের কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেয়ার সময় আইজিপি এসব কথা বলেন। পরে আইজিপির দেয়া দিকনির্দেশনা তুলে ধরেন পুলিশ সদর দফতরের জনসংযোগ ও মিডিয়া কর্মকর্তা এআইজি মো. সোহেল রানা।

করোনাভাইরাস সংক্রমণের দুর্যোগপূর্ণ সময়ে পুলিশ যেভাবে জনগণের পাশে এসে দাঁড়িয়েছে, তা সারাবিশ্বের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। এ অনবদ্য ভূমিকার জন্য পুলিশ সদস্যদেরকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; ভিডিও কনফা‌রে‌ন্সে বলেন ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

বিকেল তিনটা থেকে প্রায় দুই ঘন্টাব্যাপী এ ভিডিও কনফারেন্স পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, ‘এর আগে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করে পুলিশ সদস্যরা দেশকে স্বাধীন করেছিল, যা বাঙালি জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।’