Home > 'কোভিড-১৯' সর্বশেষ আপডেট > জাপানে নতুন করে ৫৩০ জন করোনায় আক্রান্ত

জাপানে নতুন করে ৫৩০ জন করোনায় আক্রান্ত

জাপানে নতুন করে আরো ৫৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৪ জন। জাপানের স্বাস্থ্য মন্ত্রক রবিবার এবিষয় নিশ্চিত করেছে। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গেছে, দেশটিতে সোমবার পর্যন্ত ৭৯৬৭ জন আক্রান্ত হয়েছে। এরমধ্যে ডায়মন্ড প্রিন্স ক্রুস শিপ থেকে ৭১২ জন। এ পর্যন্ত মারা গেছে ১১৪ জন যার মধ্যে শীপে থাকা ১৩ জন রয়েছে।

ডাব্লুএইচএর সতর্কতা: গত সপ্তাহে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লুএইচও) এক আধিকারিককে সতর্ক করে বলেছিল, জাপানের পাবলিক ব্রডকাস্টার, এনএইচকে জানিয়েছে যে জাপানকে অপ্রয়োজনীয় সংক্রমণে আক্রান্ত অঞ্চলে করোনারভাইরাস নিয়ন্ত্রণে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হতে পারে। শুক্রবার একটি সংবাদ সম্মেলনে বক্তব্যে ডাব্লুএইচওর স্বাস্থ্য জরুরী প্রোগ্রামের নির্বাহী পরিচালক মাইকেল রায়ান বলেছিলেন যে সংক্রমণের হার কম রাখতে জাপানকে পরীক্ষা ও সামাজিক দুরুত্ব বাড়িয়ে তুলতে হবে।