Home > খেলাধুলা > জীবনই যখন থেমে গেছে, তখন আইপিএল ভুলে যাও: সৌরভ

জীবনই যখন থেমে গেছে, তখন আইপিএল ভুলে যাও: সৌরভ

করোনার চোখ রাঙানি আর লকডাউনের মাঝেই ১৩তম (আইপিএল)-এর ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ২৯ মার্চ থেকে এই বিগ ইভেন্টের শুরু হওয়ার কথা ছিল। দেশজুড়ে লকডাউনের কারণে তা পিছিয়ে ১৫ এপ্রিল থেকে করা হয়।

এখন সেই দিনও আইপিএল-এর শুরু করা যায় কি না তা নিয়ে দেখা দিয়েছে বিস্তর ধন্দ্ব। এমনই আবহে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর কাছে চলতি আইপিএল-এর ভবিষ্যত নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘মানুষের জীবন যখন বিপন্ন, খেলাধূলার তখন ভবিষ্যত?’

সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস-কে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলী বলেন, ‘কী ঘটছে, কী ঘটছে না প্রতি মুহূর্তেই আমরা মনিটরিং করছি। তবে এই মুহূর্তেই কিছু বলা সম্ভব নয়। আর এখন কিছু বলার মতো পরিস্থিতি কি রয়েছে? এয়ারপোর্ট বন্ধ, মানুষজন গৃহবন্দি, সমস্ত অফিস লকডাউন, কেউ কোথাও যেতে পারছেন না। আর এমনটা মে মাসের মাঝামাঝি অবধি চলতে পারে বলে মনে হচ্ছে।’

সৌরভ গাঙ্গুলী আরো বলেন, ‘প্লেয়ার কোথা থেকে আসবে? আর কোথায়ই বা যাবে প্লেয়াররা? এটা খুব স্বাভাবিক বিবেচনা বুদ্ধি দিয়েই ভাবা যেতে পারে যে, দুনিয়ার কোনও ধরনের স্পোর্টসের ক্ষেত্রেই সময়টা ঠিক যাচ্ছে না। আইপিএল ভুলে যাও।’

তবে একটা ইঙ্গিত দিয়েই রাখলেন বোর্ড সভাপতি। জানালেন,বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে সোমবারই একটা বৈঠক রয়েছে। তারপরই আইপিএলের ১৩তম বর্ষের ভবিষ্যত নিয়ে খোলসা করে কিছু বলা যাবে, পরিষ্কার করে দিলেন বোর্ড প্রেসিডেন্ট।এই সময়।