Home > জাতীয় > সারাদেশ > ছেড়ে দেয়া হচ্ছে সকালে ইতালি থেকে আসা ১৪২ প্রবাসীকে

ছেড়ে দেয়া হচ্ছে সকালে ইতালি থেকে আসা ১৪২ প্রবাসীকে

শিরোনাম
মোদির ডাকে সাড়া দিলেন ইমরান খান
নেত্রকোনায় হোম কোয়ারেন্টাইনে চারজন, ১০ হাসপাতালে প্রস্তুতি চূড়ান্ত
ঢাকা থেকে পুরুষ হয়ে স্ত্রীসহ বাড়ি ফিরলেন হেনা!
করোনায় ইরানের বিপ্লবী গার্ডসের সেই জ্যেষ্ঠ কমান্ডারের মৃত্যু
ভেনেজুয়েলায় ২ জন করোনায় আক্রান্ত, সব স্কুল বন্ধ ঘোষণা
করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৫৪২৩

জাতীয়

ছেড়ে দেয়া হচ্ছে সকালে ইতালি থেকে আসা ১৪২ প্রবাসীকে

টিবিটি নিউজ ডেস্ক

মার্চ ১৪, ২০২০ | ১২:৪০:অপরাহ্ণ |  আপডেট: ১২:৪০:অপরাহ্ণ

SHARES

ছেড়ে দেয়া হচ্ছে সদ্য ইতালি থেকে বাংলাদেশে আসা ১৪২ জন প্রবাসীকে। এই মূহূর্তে তাদের স্বাস্থ্য পরীক্ষা চলছে আশকোনা হজ ক্যাম্পে। স্বাস্থ্য পরীক্ষা শেষেই তাদের ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা জেলার সিভিল সার্জন ডা. মাইনুল হাসান।

শনিবার (১৫ মার্চ) দুপুরে তিনি এ তথ্য জানান।

সাংবাদিকদের তিনি জানান, এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইতালি থেকে আসা ১৪২ জন প্রবাসী বাংলাদেশির মধ্যে কেউ করোনাভাইরাসে আক্রান্ত রোগী নন। বিমানবন্দর থেকে আশকোনা হজ ক্যাম্পে নিয়ে আসার পর তাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে এখনও কারো শরীরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ ও উপসর্গ পাওয়া যায়নি।

তবে তাদেরকে আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। পুলিশি পাহারায় হোম কোয়ারেন্টাইনের জন্য তাদের নিজ নিজ বাড়িতে পাঠানো হচ্ছে।

ইতালি থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার আগে সেখানে থার্মাল স্ক্যানারে তাদের পরীক্ষা করা হয়। সেখানে তাদের কারও শরীরে জ্বর ছিল না। আজ সকালে শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর আরেক দফা থার্মাল স্ক্যানারে জ্বর মাপা হলেও কারও শরীরে জ্বর ধরা পড়েনি। অধিক সতকর্তামূলক ব্যবস্থার অংশ হিসেবে এখন আশকোনা হজ ক্যাম্পে নিয়ে প্রত্যেকের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে।

স্বাস্থ্য অধিদফতরের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, তাদের কারও শরীরে জ্বর বা অন্যান্য অসুস্থতা না থাকায় তাদের সবাইকে পুলিশি পাহারায় নিজ নিজ বাড়িতে পাঠানো হবে। তাদের বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। ফিরে আসা যাত্রীদের মধ্যে যারা এ নিশ্চয়তা দিতে পারবেন না তাদের অন্য কোথাও ১৪ দিন কোয়ারেন্টানে রাখা হবে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, দুপুরে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনা সম্পর্কে নিয়মিত ব্রিফিংয়ে ফিরে আসা ইতালিপ্রবাসীরা কোথায় থাকবেন সে ব্যাপারে গণমাধ্যমকে জানাবেন।