Home > খেলাধুলা > ২৯৩ রানের মাথায় বাংলাদেশের প্রথম উইকেটের পতন

২৯৩ রানের মাথায় বাংলাদেশের প্রথম উইকেটের পতন

টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন বাংলাদেশ দলের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। জিম্বাবুয়ের বোলারদের বিপক্ষে রীতিমত তাণ্ডব চালাতে থাকেন এই দুইজন। লিটন ৫৪ বলে ৭ চারে দুর্দান্ত এক হাফসেঞ্চুরি তুলে নেন।

অন্যদিকে তামিম ৬০ বলে ৩ চার ও ২ ছয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। এরপর জিম্বাবুয়ের বোলারদের উপর রীতিমত চড়াও হন এই দুইজন। লিটন ১১৪ বলে ১৩ চারে সেঞ্চুরি পূর্ণ করেন। কিন্তু এরপর ম্যাচে বৃষ্টি আঘাত হানে।

 

৬.৪৫ মিনিটে আবারও ব্যাট করতে নামে বাংলাদেশ। কার্টেল ওভারে ৪৩ ওভার ব্যাটিং করবে টাইগাররা। ব্যাট করতে নেমেই ফের তাণ্ডব চালান এই দুইজন। ৯৮ বলে ৫ চার ও ৪ ছয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তামিম।

দ্বিতীয় ওয়ানডেতে ১৫৮ রানের ইনিংস খেলেছিলেন তামিম। অন্যদিকে ১৩৫ বলে ১৫ চার ও ৫ ছয়ে দেড়শ পূর্ণ করেন লিটন। ৬ মেরেই দেড়শ পূর্ণ করেন লিটন। শেষ পর্যন্ত ব্যক্তিগত ১৭৬ রানে মাম্বার বলে রাজার হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। ১৬ চার ও ৮ ছয়ে ক্যরিয়ার সেরা ইনিংস খেলেন লিটন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪১ ওভারে ১ উইকেট হারিয়ে ২৯৩ রান।