Home > খেলাধুলা > মনে রাখবেন আমিও দক্ষিণ আফ্রিকা থেকে এসেছি : পাপন ইস্যুতে ডমিঙ্গো

মনে রাখবেন আমিও দক্ষিণ আফ্রিকা থেকে এসেছি : পাপন ইস্যুতে ডমিঙ্গো

বাংলাদেশ দলের ক্রিকেটারদের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ তুলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেটাররা মাঠে নামার আগে বলে এক কথা কিন্তু মাঠে করে ভিন্ন। আর তাই তিনি এখন থেকে ম্যাচের আগের দিন গেম প্ল্যান জানতে চান বলেই মন্তব্য করেন।

এবার পাপন ইস্যুতে মুখ খুলেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দল নিয়ে কাউকে কিছু জানানোর জন্য আনুষ্ঠানিকভাবে আমাকে কিছু বলা হয়নি। এখন পর্যন্ত এমন কিছু করা দরকার (বোর্ড প্রধানকে জানানো), এমন পরিবেশ তৈরি হয়নি। বোর্ড সভাপতির মতো আমিও দল নিয়ে খুব প্যাশনেট (উৎসাহী)। আমি বেতন পাচ্ছি সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং এটাই আমার কাজ।’

তিনি আরো বলেন, ‘মনে রাখবেন, আমিও দক্ষিণ আফ্রিকা থেকে এসেছি। ওখানেও অনেক সমস্যা-সংকট। আমি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে আসিনি, যেখানে কাজটা সহজ। দক্ষিণ আফ্রিকাতেও কঠিন এসব বিষয়। দল নির্বাচন সহজ ব্যাপার না। ওখানেও অনেক মত আর এজেন্ডা কাজ করে।’