Home > আন্তর্জাতিক > যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ১২০ দেশের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ, ক্ষুব্ধ চীন

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ১২০ দেশের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ, ক্ষুব্ধ চীন

সাইবারস্পেসে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় গুপ্তচর রাষ্ট্রে পরিণত হয়েছে বলে আখ্যা দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র হ্যাকারদের সাম্রাজ্য বলেও ক্ষোভ প্রকাশ করেছে তারা।

সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করেছে সিনহুয়া। সম্প্রতি খবর বেরিয়েছে যুক্তরাষ্টের গোয়েন্দারা অন্য রাষ্ট্রের ওপর গোয়েন্দগিরি করতে সুইস কোম্পানির ক্রাইপ্টো এনকোডিং ডিভাইস ব্যবহার করেছে। ১২০টির বেশি দেশের সরকারের হাজার হাজার বার্তা হাতিয়ে নিতে তারা এ কাজ করেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং সুয়াং বলেছেন, এসব তথ্য এটাই বারবার প্রমাণ করে যে সাইবার স্পেসে গুপ্তচরবৃত্তির ক্ষেত্রে তারাই সবচেয়ে বড় রাষ্ট্রযন্ত্র। ন্যায়সঙ্গতভাবেই তাদের হ্যাকারদের সাম্রাজ্য বলা হয়।

গোয়েন্দগিরি করতে গিয়ে যুক্তরাষ্ট্র শুধু আকাশটাকেই শেষ সীমা মনে করে। এক দশকেরও বেশি সময় ধরে তারা ৫০০ কোটি মোবাইল ফোন কল রেকর্ড সংগ্রহ করেছে যার মধ্যে জার্মান চ্যাঞ্চেলর অ্যাঞ্জেলা মের্কেলের কথোপকথনও ছিল। তারা ৩০ লাখ চীনা কম্পিউটার নিয়ন্ত্রণ করেছে এবং ৩৬০০ চীনা ওয়েবসাইটে প্রতি বছরই ভাইরাস প্রবেশ করিয়েছে। এসব করার সময় তারা নিজেদেরই সাইবার হামলার শিকার বলে দাবি করছে। এ আচরণ সেই চোরের মতো যে নিজে চুরি করে আবার চোর ধরতে সবাইকে ডাকে।