Home > খেলাধুলা > রাকিবুলের ৫ উইকেট, ১০৪ রানের বিশাল জয় বাংলাদেশের

রাকিবুলের ৫ উইকেট, ১০৪ রানের বিশাল জয় বাংলাদেশের

যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তানজিদ হাসান তামিম ও শাহাদাত হাসানের ব্যাটে ভর করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ২৬২ রানের বড় টার্গেট দেয় বাংলাদেশ। কিন্তু ৪২.৩ ওভারে ১৫৭ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এর ফলে ১০৪ রানের বিশাল জয় পেয়ে সেমি ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ যুবারা।

২৬২ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা সাবধানী করে প্রোটিয়ারা। তবুও সাকিব-শরিফুলদের গতির কাছে হার মানতে হয়। পাওয়ারপ্লের শেষ ওভারে ভাঙে ওপেনিং জুটি। কোটালিকে ফিরিয়ে প্রথম উইকেট নেন সাকিব। এরপর দারুণ খেলতে থাকা আরেক ওপেনার বার্ডকে ব্যক্তিগত ৩৫ রানে ফেরান স্পিনার রাকিবুল হাসান।

Advertisement

এরপর প্রোটিয়া অধিনায়ক পারসনকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন এই বাহাতি স্পিনার। দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে প্রথম বলেই আবারো উইকেট নেন সাকিব। এরপর আরও দুই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর আর কেউ উইকেটে দাড়াতেই পারেনি।

এদিকে রাকিবুল ৯.৩ ওভারে ১৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। ম্যাচ সেরা হন রাকিবুল। আর সাকিব নিয়েছে ২ উইকেট।