Home > খেলাধুলা > এবার বুঝি মুশফিক-রিয়াদের দিকে ‘নজর’ পড়ল

এবার বুঝি মুশফিক-রিয়াদের দিকে ‘নজর’ পড়ল

পাকিস্তান সফরে গিয়ে বাংলাদেশ দল ‘অল সাবজেক্ট’ ফেল করল! বিষয়টা মোটেও মানতে পারছেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বুধবার (২৯ জানুয়ারি) গণমাধ্যমের সামনে এ নিয়ে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। যেখানে ঘুরেফিরে আসে দুই ভায়রা-মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদের কথা। বোধ হয় ভালো করেই তাদের ওপর নজর দিয়েছেন পাপন।

মুশফিক কেন হুট করে পাকিস্তান যাবে না বলে জানাল? এমন প্রশ্ন বিসিবি প্রধানের। তিনি মনে করছেন মুশফিকের মতো তারকার বিকল্প তড়িগড়ি করে ঠিক করা যায় না। সেজন্য আগে থেকেই বিষয়টা জানালে ভালো হতো।

যেমনটা বললেন নাজমুল হাসান, ‘এই প্রথম দেখলাম মুশফিক এভাবে সরে দাঁড়ালো। এভাবে হঠাৎ করে যদি জানি তাহলে আমাদের জন্য সমস্যা। ওরা তো আমাদের মূল খেলোয়াড়। ওদের রিপ্লেসমেন্ট তো আমাদের তৈরি করতে হবে, এই কারণে তো সুযোগ দিতে হবে। কিন্তু হঠাৎ করে আগমুহূর্তে জানলে এটা আমাদের জন্য সমস্যা। সেটা আমি আলাপ করে যেটা বুঝেছি কয়েকজনের সঙ্গে। এটা একটা ইস্যু যেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং সমাধানে আসতে হবে।’

বোর্ড প্রধান আরও বলেন, ‘হঠাৎ করে বললে আমাদের জন্য অসুবিধা। তাই আমাদের আগে থেকে জানতে হবে যেন আমরা একটি পরিকল্পনা করতে পারি। আগে বলতে ছয় মাস। কারণ দুটি তিনটি সিরিজ খেলে হঠাৎ একটি সিরিজ যদি না খেলি তাহলে হঠাৎ একটি ছেলেকে নতুন সিরিজে পাঠানো যায় না।’

এ দিকে রিয়াদের ব্যাটিং পজিশন নিয়েও আপত্তি জানিয়েছেন পাপন। তার পজিশনের সমালোচনা করে তিনি বলেন, ‘রিয়াদের খুব শখ উপরে খেলা। কিন্তু এই সিরিজে দেখেছি সে পারলে শেষে নামে, একদম শেষ ওভারে। আমি এই ব্যাপারগুলোই জিজ্ঞেস করেছিলাম যে ঘটনাটি কি। ওদেরকে যা বলার বলেছি। সব আপনাদের বলা যাবে না।’

প্রসঙ্গত, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে টেস্ট খেলতে বাংলাদেশ দল আবার যাবে পাকিস্তানে। ৭ ফেব্রুয়ারি থেকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ হবে রাওয়ালপিণ্ডিতে।

বাংলাদেশের তৃতীয় দফার সফর এপ্রিলে। ৩ এপ্রিল করাচিতে একটি ওয়ানডে খেলবে দুই দল। তার পর একই শহরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আরেকটি টেস্ট ৫ এপ্রিল থেকে।