Home > খেলাধুলা > মেসিকে পেছনে ফেলে শীর্ষে নেইমার

মেসিকে পেছনে ফেলে শীর্ষে নেইমার

বর্তমান সময়ের সেরা ফুটবলার কে লিওনেল মেসি নাকি নেইমার? এ নিয়ে ফুটবল বিশ্বে বরাবরই তর্ক-বিতর্ক হয়ে থাকে। অনেকে মনে করেন দুইজনই এই দশকের সেরা খেলোয়াড়। দুইজনের খেলার ধরণ আলাদা। তারা ভিন্ন ভিন্ন বিষয়ে দক্ষ।

হো স্কোর্ডের করা রেটিংসে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা তারকাদের মধ্যে লিওনেল মেসিকে পেছনে ফেলেছে নেইমার।

পিএসজির হয়ে এই মৌসুমে ১২ ম্যাচ খেলা নেইমার গোল করেছেন ১১টি। অ্যাসিস্ট করেছেন আরও ৫টি। সব মিলিয়ে ১২ ম্যাচে ১৬ গোলের সঙ্গে জড়িত থেকেছেন নেইমার। হো স্কোর্ডে তার রেটিং ৮.৫৯।

দুই নম্বরে নেমে যাওয়া মেসি ১৫ ম্যাচে করেছেন ১৪ গোল। অ্যাসিস্ট করেছেন আরও ৬টি। সব মিলিয়ে ১৫ ম্যাচে ২০ গোলের সঙ্গে জড়িত। হো স্কোর্ড রেটিংসে দ্বিতীয় স্থানে থাকা মেসির রেটিংস ৮.৫৫।

তিনে আছেন আরেক পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে। তার রেটিংস ৮.০৮।