Home > খেলাধুলা > বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে বোমা ফাটালেন শোয়েব

বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে বোমা ফাটালেন শোয়েব

কেন বাংলাদেশ দল পাকিস্তান সফরে যেতে রাজি হলো? এমন উত্তরে পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আকতার রীতিমত বোমা ফাটালেন। তিনি বলছেন ‘অদৃশ্য চাপে পড়ে’ পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ।

বুধবার (১৫ জানুয়ারি) নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করে শোয়েব বলেছেন, ‘আমি মানুষকে বলব, বাংলাদেশের ব্যাপারে কোনো রকমের বাজে কথা না বলতে। কারণ বাংলাদেশ অনেক চাপ, অনেক অদৃশ্য চাপের কারণে এসব করেছে। এ ব্যাপারে আমি প্রকাশ্যে কিছু বলতে পারব না। কারণ তাদেরকে অনেক রাজনৈতিক পরিস্থিতি ও চাপ সামলাতে হয়েছে।’

ধাপে ধাপে পাকিস্তান সফরের বিষয়টিও রহস্যজনক মনে হয়েছে শোয়েবের কাছে। তিনি বলেন, ‘পাকিস্তান খুবই নিরাপদ একটি দেশ। আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে যে নিরাপত্তা দেওয়া হয়, সেটা দারুণ। আমরা তার প্রমাণও দিয়েছি। ভাগে ভাগে সফর করার কোনো মানে দেখছি না। তা-ও ভালো যে বাংলাদেশ আসছে। কিন্তু এভাবে ভেঙে ভেঙে সফর করাটা বিশ্বের কাছে মোটেও সঠিক বার্তা দেয় না। এর পেছনে অবশ্য কারণ আছে। কিন্তু আমি তা বলতে চাই না।’

উল্লেখ্য, লাহোরে আগামী ২৪ জানুয়ারি শুরু হবে টি২০ সিরিজ। দুদলের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে পরদিন। এরপর একদিনের বিশ্রাম। ২৭ জানুয়ারি তৃতীয় ম্যাচ দিয়ে শেষ হবে সিরিজ। এরপর দেশে ফিরে আসবে বাংলাদেশ দল। দ্বিতীয় দফায় পাকিস্তানে গিয়ে ৭ ফেব্রুয়ারি থেকে রাওয়ালপিন্ডিতে তারা খেলবে প্রথম টেস্ট। আর তৃতীয় দফায় আগামী ৩ এপ্রিল করাচিতে একমাত্র ওয়ানডের পর ৫ এপ্রিল সেখানেই দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ।