Home > খেলাধুলা > এমন লজ্জার হার কেউ হারে?

এমন লজ্জার হার কেউ হারে?

নিজের দেশের মাঠে বিরাট কোহালির দলের বিজয়রথ হ্যাঁচকা টানে এমন ভাবে থামিয়ে দিবে অস্ট্রেলিয়া সেটা হয়ত কেউ ভাবেনি। গতকাল (১৫ই জানুয়ারি) অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ উইকেটের এমন হার শেষ কবে এমন লজ্জার হারের চাবুক আছড়ে পড়েছে, পুরনো সেই সব রেকর্ডই দেখতে ব্যস্ত হয়ে পড়েছেন সকলে। আর প্রথম দিনেই কোহালিদের চরম লজ্জায় ফেলে দিন অ্যারন ফিঞ্চরা ।

মঙ্গলবার ভারতের রওয়াংখেড়ে স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ছিল। ম্যাচে ভারতের বোলারদের পিটিয়ে সেঞ্চুরি তুলে নেন দুই অজি ওপেনার ওয়ার্নার ও ফিঞ্চ। আর ব্যাটিংয়ের সুযোগ না দিয়ে ম্যাচ শেষ করেই মাঠ ছাড়েন এই দুই তারকা।

এদিকে স্বাগতিক ভারতের বিপক্ষে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। টস হেরে প্রথমে ব্যাট করে ৪৯.১ ওভারে ২৫৫ রানে অলআউট হয় বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত।

জবাবে ব্যাটিংয়ে নেমে ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের জোড়া সেঞ্চুরিতে নির্ধারিত ওভারের ৭৪ বল হাতে রেখে ১০ উইকেটের বিশাল জয় পায় অস্ট্রেলিয়া। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেল সফরকারীরা।