Home > আন্তর্জাতিক > এবার মুখোমুখি যু’ক্তরাষ্ট্র-রাশিয়ার যু’দ্ধ জাহাজ, পরিস্থিতি ভয়াবহ

এবার মুখোমুখি যু’ক্তরাষ্ট্র-রাশিয়ার যু’দ্ধ জাহাজ, পরিস্থিতি ভয়াবহ

গত ৩ জানুয়ারি ভোরে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান বাহিনী একপাক্ষিক হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ডের অভিজাত শাখা কুদস্ বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর মধ্যপ্রাচ্যে অস্থিরতা দেখা দিয়েছে। এমতাবস্তায় নতুন করে আবারও ভয়াবহ পরিস্থিতি দেখছে বিশ্ববাসী।

জানা যায়, আরব সাগরে নিয়মিত মহড়া দেয়ার সময় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার যুদ্ধ জাহাজ মুখোমুখি হয়। এসময় ৫টি বিস্ফোরণের শব্দও শোনা যায়। যদিও সংঘাত এড়ানো সম্ভব হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে ওয়াশিংটন অভিযোগ করে বলে, ইচ্ছাকৃতভাবে সংঘর্ষের পরিস্থিতি তৈরি করে মস্কো।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, আন্তর্জাতিক আইন এবং নিরাপত্তা লঙ্ঘন করে মার্কিন জাহাজ রুশ জাহাজের কাছাকাছি অবস্থান নেয়। যা অপেশাদারিত্ব আচরণ।