Home > আবহাওয়া > আবারও দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

আবারও দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

আবহাওয়াবিদ ড. মুহাম্মাদ আবুল কালাম মল্লিক বলেছেন, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যে ৩টি শৈতপ্রবাহের আভাস ছিল তা শুরু হয়ে গেছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ রেকর্ড করা হয়েছে পাবনার ইশ্বরদীতে।

রবিবার (১২ জানুয়ারি) থেকে পরবর্তী দুই-তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বইতে পারে। আজ সকাল থেকে কুয়াশার চাদরে ঢেকে আছে রাজধানী। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমতে থাকবে।

আবহাওয়ার অফিস জানিয়েছে, সিলেট, রাজশাহী, ইশ্বরদী, যশোর, কুষ্টিয়াসহ দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে শীতের তীব্রতা বেড়ে যেতে পারে।

এদিকে, তীব্র শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। বিশেষ করে শিশুরা আক্রান্ত হচ্ছে ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর এবং শ্বাসকষ্টসহ ঠাণ্ডাজনিত নানারোগে।