Home > খেলাধুলা > প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন শান্ত

প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন শান্ত

বুধবার (১১ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর। আজকের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে চার উইকেটে ২০৫ রান করেছে ঢাকা প্লাটুন।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মুমিনুল হকের ৯১ ও মেহেদী হাসানের ৬৮* রানের সুবাদে চালেঞ্জিং স্কোর করে ঢাকা প্লাটুন। জবাবে ব্যাট করেতে নেমে ৫১ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নেন খুলনা টাইগার্সের ব্যাটসম্যান শান্ত।

বিপিএলের ইতিহাসে পঞ্চম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি পেয়েছেন শান্ত। এর আগে সেঞ্চুরি করেন শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, সাব্বির রহমান ও তামিম ইকবাল।

প্রসঙ্গত, ১১ ডিসেম্বর থেকে ২০২০ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বিপিএলের লিগ পর্বের ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যু তালিকায় থাকছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট।