Home > খেলাধুলা > মুসলমান হিসাবে আমাদের উচিৎ নামাজ পড়া ও অন্যকে সাহায্য করা : সাকিব

মুসলমান হিসাবে আমাদের উচিৎ নামাজ পড়া ও অন্যকে সাহায্য করা : সাকিব

সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকে’টের উজ্জল নক্ষত্র সম্প্রতি পবিত্র হ’জ্বব্রত পালন করে এসেছেন। বর্তমানে এ তারকা ক্রিকেটার নিজের আঙুলের চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া অবস্থান করছেন। এদিকে সম্প্রতি সময়ে হ’জ থেকে ফিরে আসার পর সাকিবের দেওয়া একটি স্পিস ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি মু’সলমান হিসেবে আমাদের কি কাজ করা উচিৎ এসব কথাও বলেছেন।

সাকিব আল হাসান বলেন, ‘আমা’র বেশি জ্ঞান নেই, ইস’লাম স’ম্পর্কে বেশি কিছু বলতে পারব না। কিন্তু ছোটখাট বিষয়ে হিসেবে আমি বিশ্বা’স করি একজন ভালো মু’সলমান হওয়ার জন্য যে জিনিসটা দরকার, সেটা আমাদের কাজে প্রমাণ করা উচিৎ। নামাজ পড়া ও অন্যকে সাহায্য করা।’ সাকিন আরো বলেন, ‘আম’রা মু’সলমান আমাদের এই প্রমাণটা রাখা উচিৎ যে আম’রা সবসময় ভালো কাজ করি এবং মানুষের সাথে মিলে মিশে একত্রে থাকার চেষ্টা করি।’