Home > খেলাধুলা > যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা প্রতিশোধ নিলো ইরান, ভয়ে আছে মেসি-সুয়ারেজরা

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা প্রতিশোধ নিলো ইরান, ভয়ে আছে মেসি-সুয়ারেজরা

শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান বাহিনী একপাক্ষিক হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ডের অভিজাত শাখা কুদস্ বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।

ইরান এরই মধ্যে এ ঘটনার জন্য ই’রাকে মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে ১৫টি মিসাইল ছুঁড়েছে। এতে করে যুক্তরাষ্ট্রের ‘৮০ সন্ত্রাসী’ হত্যা করা হয়েছে বলে দাবি করছে ইরান। এই হামলার পাল্টা জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রও।

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে এই যুদ্ধাবস্থা পরিস্থিতির কারণে ভীত হয়ে পড়েছে লা লিগার ক্লাব বার্সেলোনা। লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজরা নিজেদের নিরাপত্তা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছেন। কেননা, স্পেনের দুই সেরা ক্লাব এখন অবস্থান করছে সৌদি আরবের রাজধানী রিয়াদে। বাকি দলটি হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

ভয়ের কারন হচ্ছে যুক্তরাষ্ট্র কিংবা ইরানের কোনো মিজাইলের গতিপথ যদি সৌদি আরবের রাজধানির দিকে ফিরিয়ে দেয় কেউ- এমন শঙ্কা জেগেছে মেসি-সুয়ারেজদের মধ্যে। যদিও এই চিন্তা এখনই অমূলক। কারণ, আর মাত্র একটি দিন সৌদিতে অবস্থা করতে হবে তাদের।