Home > আন্তর্জাতিক > মার্কিনীদের ওপর হামলা চালালে তার কড়া জবাব দেয়া হবেঃ ট্রাম্প

মার্কিনীদের ওপর হামলা চালালে তার কড়া জবাব দেয়া হবেঃ ট্রাম্প

শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান বাহিনী একপাক্ষিক হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ডের অভিজাত শাখা কুদস্ বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। ইরান এরই মধ্যে এ ঘটনার জন্য ‘চরম প্রতিশোধ’ নেয়ার কথা বলেছে।

রবিবার (৫ জানুয়ারি) কেনিয়ার লামুতে মার্কিন সেনা ঘাঁটিতে এই হামলা চালায় আল শাবাব নামের উগ্রবাদী গোষ্ঠী।

এক ঘোষণায় মার্কিন বাহিনী জানায়, ওই হামলায় আমেরিকান প্রতিরক্ষা বিভাগের ৩ সদস্য নিহত হয়েছেন। কেনিয়ার ওই সেনাঘাটিতে ১০০ মার্কিন সেনা রয়েছে বলে খবরে বলা হয়েছে।

এই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, বিশ্বের যেকোন স্থানে মার্কিনীদের ওপর হামলা চালালে তার কড়া জবাব দেয়া হবে।

এদিকে, গতকাল বাগদাদের উত্তরের আল-বালাদ ঘাঁটি লক্ষ্য করে কাতিউশা রকেট নিক্ষেপ করে হামলা চালানো হয়েছে। ওই ঘাঁটিতে মার্কিন সেনা মোতায়েন রয়েছে।