Home > বিশেষ সংবাদ > নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি হেরে যাবে: কাদের

নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি হেরে যাবে: কাদের

নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি হেরে যাবে এই আঁচ পেয়েই ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) বিরুদ্ধে বিষোদগার করছে বলে মন্তব্য কছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার আগে এই মন্তব্য করেন তিনি।

ইভিএম ভোটিং বিষয়ে বিএনপি বক্তব্যে প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ডিজিটাল বাংলাদেশ চায় না। বাংলাদেশে ডিজিটাল ভোটিং তারা চায় না। তাই ইভিএমে ভোট কারচুপির অবান্তর অভিযোগ এনেছেন তারা। অথচ অতীতে ইভিএম পদ্ধতিতে তারাই নির্বাচন করে জয় লাভ করেছে। কিন্তু এখন ইভিএম ভোটিংকে প্রশ্নবিদ্ধ করতে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে যাচ্ছে।’

সিটি নির্বাচন সুষ্ঠু হবে জানিয়ে তিনি বলেছেন, ‘ঢাকা সিটি নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধে সম্পন্ন হবে। সবাই ভোট দিতে ভোটকেন্দ্রে যাবেন।’

নিরপেক্ষ নির্বাচন হবে প্রত্যয় ব্যক্ত করে সেতুমন্ত্রী বলেন, ‘ঢাকা সিটি করপোরেশনে আওয়ামী লীগ হেরে গেলে আমাদের মাথায় আকাশ ভেঙে পরবে না। যে কোনো মূল্যেই হোক সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর নির্বাচন চায় আওয়ামী লীগ।’