Home > আন্তর্জাতিক > টাকা ফেরত না দিলে ইরাক ছাড়বে না মার্কিনীরা: ট্রাম্প

টাকা ফেরত না দিলে ইরাক ছাড়বে না মার্কিনীরা: ট্রাম্প

মার্কিন বিমান ঘাঁটির টাকা ফেরত না দিলে যুক্তরাষ্ট্রের বাহিনী ইরাক ছাড়বে না বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (০৫ জানুয়ারি) তিনি এ কথা বলেন। এ সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরাকে আমাদের রয়েছে অত্যন্ত ব্যয়বহুল এয়ারবেস। এখানে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে। সময়ের অনেক আগেই আমরা ইরাক ছাড়ছি না যতক্ষণ না তারা আমাদের অর্থ ফেরত দেয়।

এ সময় ইরাকের ওপর নিষেধাজ্ঞা প্রদানের হুমকি দিয়ে বলেন, ‘আমরা তাদের (ইরাক) ওপর এমন নিষেধাজ্ঞা আরোপ করবো যা তারা আগে কখনও দেখেনি। এটি ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকেও ম্লান করে দেবে।’ ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে বালাদ সামরিক ঘাঁটি সম্পর্কে উল্লেখ করছেন যেখানে মার্কিন বাহিনী অবস্থান করছে। এটি বাগদাদ থেকে প্রায় ৫০ মাইল উত্তরে অবস্থিত। এর আগে রোববার মার্কিন নেতৃত্বাধীন জোটের সেনা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেয় ইরাকি সংসদ। ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের এবং আন্তর্জাতিক জোটের সাথে সহযোগিতা অবসানের আদেশ সংক্রান্ত প্রধানমন্ত্রী আদিল আবদুল মাহদীর দেওয়া একটি সুপারিশকে সমর্থন করেছে ইরাকি সংসদ।