Home > আন্তর্জাতিক > হাতটি কি সোলেইমানির? রহস্যের সৃষ্টি

হাতটি কি সোলেইমানির? রহস্যের সৃষ্টি

মার্কিন হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের এলিট কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেইমানি নিহত হয়েছেন। শুক্রবার সকালে ইরাকের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন যুক্তরাষ্টের বিমান হামলায় তিনি নিহত হন।

বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার বিষয়টি মার্কিন প্রতিরক্ষা দপ্তর ‘পেন্টাগন’ থেকে নিশ্চিত করা হয়েছে। এ ধরনের হামলায় কোনো দেশের উচ্চ পর্যায়ের কোনো ব্যক্তি নিহত হলে তা প্রচার করা হলেও মৃতদেহের ছবি গণমাধ্যমে আনা হয় না।

তবে ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে একটা হাত দেখা যাচ্ছে, যেটিকে জেনারেল কাসেম সোলেইমানির বলে ধারণা করা হচ্ছে।

ছবিতে দেখা যাচ্ছে, একটি হতে একটি লাল পাথরের আংটি পরা। ধারণা করা হচ্ছে, হামলায় সোলেইমানি নিহত হওয়ার পর তার মরদেহ খুঁজে পাওয়ার পর কেউ ছবিটি তুলে রেখেছিলেন। পরে সেটি ফেসবুকে প্রকাশ পায়।

হাতটি সোলেইমানির, সে ধারণা কেন?

সোলেইমানি তার বাঁ হতের অনামিকায় একটি আংটি পরতেন। যেটিতে একটি বড় সাইজের লাল পাথর থাকত। ফেসবুকে প্রকাশ হাতটিতেও লাল পাথরের একটি আংটি দেখা যাচ্ছে, যা সোলেইমানির হাতের আংটি সদৃশ।

যদিও ছবির হাতটি সম্পর্কে ইরান, ইরাক বা যুক্তরাষ্ট্র এখনো কোনো মন্তব্য করেনি। তবে বিশ্লেষকদের ধারণা, হাতটি বিমান হামলায় নিহত সোলেইমানিরই।