Home > ধর্ম > মুসলমানরা ধৈর্যশীল তবে ভীরু নয়ঃ আল্লামা শফী

মুসলমানরা ধৈর্যশীল তবে ভীরু নয়ঃ আল্লামা শফী

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আল্লামা শফী বলেছেন, ভারতের মুসলমান প্রচণ্ড ধৈর্যশীল। তবে এ কথা ভুলে গেলে চলবে না, মুসলমানরা ধৈর্যশীল তবে ভীরু নয়। মুসলমানরা প্রতিরোধ গড়ে তুললে মোদির মসনদ তছনছ হয়ে যাবে।

আল্লামা আহমদ শফী বলেন, মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে মুসলমানদের ওপর যেভাবে জুলুম-নির্যাতন চালাচ্ছে তা পরিষ্কার রাষ্ট্রীয় নীতি ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। মোদি সরকারের বিরুদ্ধে মুসলমানদের পাশাপাশি যেভাবে সাধারণ জনগণ ফুঁসে উঠেছে তা বিজেপি সরকারের প্রতি চরম অনাস্থা ও ক্ষোভের বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, হিন্দুরা মুসলিম সম্প্রদায়ের ওপর নির্যাতন চালালেও ভারতকে মুসলিমশূন্য করা যাবে না।

কাশ্মীরের মুসলমানদের হত্যা করা হচ্ছে, মা-বোনকে ধর্ষণ করা হচ্ছে। মোদি সরকারের এ কথা জেনে রাখা উচিত, জুলুম-নির্যাতন করে মুসলমানদের নিশ্চিহ্ন করা যাবে না।