সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। গত ৩ দিন ধরেই মৃদু শীতল বাতাস অব্যাহত রয়েছে, সঙ্গে কুয়াশা। হাড়কাঁপানো শীতে বেশি কাঁপছে চুয়াডাঙ্গা। সেখানে তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
তবে এই শৈত্যপ্রবাহ নিয়ে সুখবর দিল আবহাওয়াবিদরা, ‘আগামীকাল থেকে সারা দেশের তাপমাত্রা বাড়তে পারে।’
শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রহমান।
আবহাওয়া অধিদপ্তর বলছে, গত ২ দিন ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। নতুন করে যোগ হয়েছে রংপুর অঞ্চল। সেখানে তাপমাত্রা ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। তবে আজকের পর থেকে তাপমাত্রা আর হ্রাস নাও পেতে পারে। আগামীকাল থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে।
এই আবহাওয়াবিদ আরও জানান, দেশের বেশির ভাগ অঞ্চলের তাপমাত্রা কমে শীত অনুভূত হচ্ছে। আজকে তাপমাত্রা কমা অব্যাহত থাকবে। তবে ঢাকায় তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। আজকে ঢাকার তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস।
তাছাড়া সারা দেশে অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া রাজশাহী, পাবনা, নওগাঁ, কুড়িগ্রাম, নীলফামারী, যশোর এবং চুয়াডাঙ্গায় হালকা ঠান্ডা বাতাস বয়ে যেতে পারে।