দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে। আগামী ২৪ ঘন্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বুধবার (১৮ ডিসেম্বর) আবহাওয়া অধিদফতর জানায়, সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেয়ে কিছু জায়গায় দশ ডিগ্রির নিচে নামবে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। শৈত্যপ্রবাহ আসতে পারে আগামী তিন থেকে পাঁচদিনের মধ্যে।