ঝড় থেমে যাওয়ার পরেই রাজধানীর গাউছিয়া মার্কেটের দ্বিতীয় তলায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছিলো ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। সোমবার (১ এপ্রিল) মধ্যরাতে এ আগুন লাগার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গাউছিয়া মার্কেটের দ্বিতীয় তলার রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মার্কেট বন্ধ থাকায় কোনরকম হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস পৌঁছানোর পর আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
উল্লেখ্য, এর আগে রোববার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে রাজধানীর গুলশান-১ এর ইমপ্রেস টাওয়ারের নিচে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সে সময় ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডি২৪লাইভে জানান, সকাল ১০টা ১০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই আগুন নিয়ন্ত্রণে আসে।
ইমপ্রেস টাওয়ারের রানা মেমোরিয়াল ডেন্টালের ডা. রীমা সুলতানা বিডি২৪লাইভকে বলেন, সকালে টাওয়ারের একটি পান-সিগারেটের থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে ওই দোকান ছাড়া অন্য কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।