Home > আন্তর্জাতিক > উত্তাল পশ্চিমবঙ্গ, রেলস্টেশনে আগুন

উত্তাল পশ্চিমবঙ্গ, রেলস্টেশনে আগুন

এবার নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে ভারতের পশ্চিমবঙ্গও উত্তাল। রাজ্যটির এক রেলস্টেশনে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। পিটিয়ে আহত করেছে রেলস্টেশনের নিরাপত্তা বাহিনীর সদস্যদের।

এক অনলাইন প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে হাজার হাজার বিক্ষোভকারী শুক্রবার সন্ধ্যায় নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে রাস্তায় নামে।

এদিন সন্ধ্যায় হুট করে তারা মুর্শিদাবাদে এক রেলস্টেশনে ঢুকে আগুন ধরিয়ে দেয়। এছাড়া এসময় সেখানে দায়িত্বরত রেলস্টেশনের নিরাপত্তা বাহিনী তাদের থামাতে আসলে তারা পিটুনির স্বীকার হন।

সংবাদ সংস্থা পিটিআইকে রেলওয়ে প্রটেকশন ফোরসের (আরপিএফ) সিনিয়র কর্মকর্তা বলেছেন, হুট করে বিক্ষোভকারীরা রেলষ্টেশনের কমপ্লেক্স ভবনে ঢুকে পড়ে এবং আগুন ধরিয়ে দেয়।

খবরে বলা হয়েছে, রেলস্টেশনে আগুন ধরিয়ে দেয়ায় ট্রেন শিডিউল বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে বিক্ষোভকারীরা উলুবেরিয়া রেলস্টেশনের রেললাইন অবরোধ করে রেখেছে। এবং কয়েকটি ট্রেনে ভাংচুর চালিয়েছে। এতে আহত হয়েছে এক চালক।

এছাড়া কলকাতায় বিক্ষোভকারীদের বিক্ষোভে কয়েক ঘণ্টা পার্ক সার্কাস এলাকা অবরুদ্ধ হয়ে ছিল। এছাড়া বিক্ষোভকারীরা বিমানবন্দরের কাছেও বিক্ষোভ করেছে। পশ্চিম মেদিনীপুর জেলার বিজেপি সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর গাড়ি হামলার স্বীকার হয়।

পরবর্তীতে পুলিশ এসে তাকে উদ্ধার করেছে। এদিকে নাগরিকত্ব সংশোধনী বিলের (সিএবি) বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ অবস্থা ভারতের আসাম রাজ্যে। গতকাল চলমান বিক্ষোভে পুলিশের গুলিতে ৩ জন নিহত হয়েছেন।

জানা গেছে, গুয়াহাটির লালুঙ গাঁও তে বৃহস্পতিবার বিক্ষোভ দমাতে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ। এক পর্যায়ে উত্তেজিত জনতাকে থামাতে গিয়ে গুলি চালায় পুলিশ। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর ৩ জন মারা যান।