Home > বিশেষ সংবাদ > মোটরসাইকেলে ভারত-পাকিস্তান ভ্রমণে তিন বাংলাদেশী তরুণ

মোটরসাইকেলে ভারত-পাকিস্তান ভ্রমণে তিন বাংলাদেশী তরুণ

বাংলাদেশকে বর্হিবিশ্বের সামনে তুলে ধরতে এবং তরুন সমাজকে হতাশা থেকে মুক্তি দিতে যশোরের তরুন মেহেদি হাসান মোটরসাইকেল যোগে বাংলাদেশ ভারত পাকিস্তানে লাহোরে যাচ্ছেন।

শুক্রবার যশোর শহরের বেজপাড়া বাসা থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় এ মোটরসাইকেল যাত্রা শুরু করেন।

মেহেদি হাসান পেশায় ব্যবসা হলেও ঘুরে বেড়ানো নেশা। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় তিনি ইতোপূর্বে গিয়েছেন মোটরসাইকেল চালিয়ে।

মেহেদি হাসানের বন্ধু মাজাহারুর হক তাইপ জানান, দেশের তরুনদের ভ্রমণে উৎসাহিত, বাংলাদেশকে বর্হিবিশে^র তুলে ধরতে মেহেদি হাসান এ মোটরসাইকেল ভ্রমণ শুরু করেছেন।

তিনি আরো জানান, বাংলাদেশের বেনাপোলের বর্ডার দিয়ে কলকাতায় পৌছাবেন। সেখান থেকে লক্ষ্ণৌ, দিল্লি, পাঞ্জাবের যাবেন। সেখানে ওয়াগাহ বর্ডার পার হয়ে পাকিস্তানে যাবেন। পাকিস্তানের করাচী, লাহোরসহ বিভিন্ন প্রদেশে যাবেন। তার সাথে আছেন আবু সাইদ এবং চট্টগ্রামের মোসাদ্দেক চৌধুরী।

যাত্রার সময় তিনি দেশবাসির কাছে দোয়া কামনা করেছেন। আগামী ২৬ ডিসেম্বর দেশে ফিরবেন বলে জানিয়েছেন