Home > বিশেষ সংবাদ > মায়ের চোখের সামনে জানালা দিয়ে পড়ে বাংলাদেশি শিশুর মৃত্যু

মায়ের চোখের সামনে জানালা দিয়ে পড়ে বাংলাদেশি শিশুর মৃত্যু

পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু নাকি পিতার ঘাড়ে সন্তানের লা’শ, কিন্তু কোন মাকে নিজ চোখের সামনে যদি তার সুস্হ সবল সন্তানের মৃ’ত্যুর দৃশ্য দেখতে হয় , তাহলে তা কতখানি কষ্ঠের সেটা কেবল ভুক্তভোগী মা-ই বলতে পারবেন ।

তেমনি এক ঘটনার সাক্ষী হলো ইতালী প্রবাসী বাংলাদেশি প্রবাসী মনোয়ার হোসেন মুন্না ও শামিম আরা দম্পতি।

ইতালিতে জানালা দিয়ে পড়ে বাংলাদেশি প্রবাসীর চার বছরের শি’শুকন্যার মৃ’ত্যু হয়েছে। বুধবার ইতালির উত্তরের জেনোয়া শহরে এ দুর্ঘ’টনা ঘটে।

মেয়েটির বাবা জানান, তাসনোভা হোসেন আদিবা নামের ওই শি’শুটি মায়ের চোখের সামনে জানালা দিয়ে পড়ে যায়। প্রচণ্ড শীতের কারণে ছোট মেয়েকে ঘরে রেখে আদিবার মা শামীম আরা স্কুলে যায় অন্য দুই সন্তানকে নিয়ে আসতে। আদিবা উপর থেকে তার মাকে দেখে জানালা খুলে নিচের দিকে তাকাতেই পড়ে যায়। তা দেখে আদিবার মা দৌড়ে গিয়েও রক্ষা করতে পারেনি।

র’ক্তাক্ত মেয়েকে নিয়ে পাশেই স্বামী মনোয়ার হোসেনের দোকানে যান শামীম আরা। পরে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃ’ত ঘোষণা করে শি’শুটিকে। এ ঘটনার পর মা মানসিকভাবে ভেঙে পড়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে মেয়েটির মা এখন বাসায় অবস্থান করছেন। জেনোয়া প্রবাসী মনোয়ার হোসেন মুন্নার তিন সন্তান রয়েছে।

মেয়েটির বাবা জানিয়েছেন, পু’লিশ তাদের দু’জনকে থানায় ডেকে নিয়ে যায় এবং সরকার বাদী হয়ে একটি মা’মলা দায়ের করেন। মনোয়ার হোসেন গ্রামের বাড়ি শরীয়তপুরে।