Home > রাজনীতি > আজ জামিন পেলেন না খালেদা, এখনও ঠিক হয়নি বিএনপির কর্মকৌশল!

আজ জামিন পেলেন না খালেদা, এখনও ঠিক হয়নি বিএনপির কর্মকৌশল!

দুর্নীতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত কারাবন্দি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সর্বোচ্চ আদালতে যদি জামিন না পান তাহলে বিএনপি কী করবে কিংবা কী ধরনের কর্মসূচি দেবে এ নিয়ে দলটি এখনও কর্মকৌশল ঠিক করেনি দলটি। বুধবার (৪ ডিসেম্বর) রাতেও গুলশানে বেগম জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তাঁর জামিন নিয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে বিস্তর আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বেগম জিয়ার জামিন বিষয়ে আদেশ হয়েছে। খালেদা জিয়ার জামিন আবেদন পিছিয়ে আগামী ১২ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে বিএনপিপন্থী আইনজীবীরা আদালতের এসলাসে অবস্থান নিয়েছে। তবে গত সপ্তাহে বিএনপির অধিকাংশ সিনিয়র নেতা বলেছিলেন, খালেদা জিয়া ৫ ডিসেম্বর জামিন না পেলে তখন থেকেই আন্দোলন শুরু হবে। তবে এখন পর্যন্ত বিএনপি কোন ধরনের কর্মসূচি দেননি। আর এ বিষয়ে কোন নেতা মুখও খুলছেন না।

এ বিষয়ে জানতে চেয়ে বিএনপির একাধিক নেতার সাথে যোগাযোগ করা হলেও তারা বলছেন, কিছু হলে জানতে পারবেন। আবার অনেকে ফোনই তুলছেন না।