Home > বিশেষ সংবাদ > থানায় আটকে দেড় কোটি টাকার চেক নিলেন পরিদর্শক!

থানায় আটকে দেড় কোটি টাকার চেক নিলেন পরিদর্শক!

বিশ্বাস করে চাচাতো ভাইয়ের ব্যাংক লোনের গ্যারান্টার হয়েছিলেন মহিউদ্দিন (৫২)। সেই ভাই মাহবুব আলম সময় মতো লোন পরিশোধ না করায় ব্যাংক মাহবুবের বিরুদ্ধে মামলা করে। এই মামলার ভয় দেখিয়ে মাহবুব ক্রমাগত মহিউদ্দিনের কাছ থেকে টাকা নেয়ার চেষ্টা করেন। এতে অসফল হলে কুমিল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিনের যোগসাজশে মহিউদ্দিনকে থানায় তুলে এনে জোর করে দেড় কোটি টাকার চেক লিখিয়ে নেন।

এ ঘটনায় মহিউদ্দিন বাদী হয়ে সরাসরি আদালতে মামলা করেছেন। আদালত রবিবার (১ ডিসেম্বর) মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নিরদেশ দিয়েছেন।

পরিদর্শক সালাহউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে ভুক্তভোগী মহিউদ্দিন বলেন, ‘থানায় তুলে নেওয়া পর দেড় কোটি টাকার চেক মাহাবুবের জন্য আদায় করতে পরিদর্শক সালাউদ্দিন আমাকে হুমকি, মিথ্যা মামলার ভয় এবং নানা চাপ প্রয়োগ করেন। ঘটনার পর জেলা পুলিশ সুপারের বরাবর আমি অভিযোগ করেছি। এরপর আদালতে মামলা দায়ের করি।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে পরিদর্শক তদন্ত মো. সালাহউদ্দিন এ ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা অস্বীকার করেন। তিনি বলেন, ‘চেকের সমস্যা বাদির চাচাতো ভাই মাহাবুবের সঙ্গে। এখানে আমি জড়িত নই। মামলার বিষয়ে এখনো আমি আদালত থেকে কোনো কাগজপত্র পাইনি।’