Home > রাজনীতি > যে কৌশলে আইনজীবীদের টানাটানি থেকে রেহাই পেলেন ফখরুল

যে কৌশলে আইনজীবীদের টানাটানি থেকে রেহাই পেলেন ফখরুল

পুলিশের একটি মামলায় জামিন নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের হাত ধরাধরি করে বের হচ্ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় আইনজীবীদের টানাটানিতে আদালতে বসে পড়েন মির্জা ফখরুল। পরে সঙ্গে সঙ্গে তাকে টেনে তোলা হয়।

বৃহস্পতিবার বিকালে হাইকোর্টের অ্যানেক্স ভবনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে জামিন পাওয়ার পর মির্জা ফখরুল ইসলাম, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় একত্রে বের হন।

পরে কোর্টের পাশেই অবস্থিত সিঁড়ি দিয়ে মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় দোতলায় উঠে যান। মির্জা আব্বাসকে আদালতের বারান্দা দিয়ে এগিয়ে দেয়ার জন্য আইনজীবীরা ধরাধরি করে হাঁটতে থাকেন।

এর মধ্যে আইনজীবীরা দ্রুত হাঁটার সময় হুড়োহুড়ি আর টানাটানিতে মাটিতে বসে পড়েন ফখরুল। পরে তাকে টেনে তোলেন আইনজীবীরা।

এরপর আইনজীবীরা আবার হাত ধরতে গেলে মির্জা ফখরুল বলেন, আপনাদের আমাকে ধরার প্রয়োজন নেই। আলাদা আলাদা হাঁটেন।

এরপর তিনি অ্যানেক্স বিল্ডিংয়ের গেট দিয়ে বের হয়ে যান।

এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সুপ্রিম কোর্ট এলাকায় গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলা এবং নাশকতার অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা মামলায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার নেতাকে আট সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট।

মির্জা ফখরুল ছাড়া অন্য নেতারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।