Home > খেলাধুলা > বিশ্বকাপে মাহমুদউল্লাহকে দেখছেন না সুজন

বিশ্বকাপে মাহমুদউল্লাহকে দেখছেন না সুজন

বর্তমান বাংলাদেশ দলে বয়সের দিক থেকে সবচেয়ে সিনিয়র খেলোয়ার মাহমুদউল্লাহ রিয়াদ। নিজের ক্যারিয়ারেরও শেষ সময়ে অবস্থান করছেন টাইগার এই ক্রিকেটার। ইতিমধ্যেই অবসর নিয়েছেন লাল বলের ক্রিকেট থেকে। ওয়ানডে দলে নিয়মিত থাকলেও সবশেষ দুই সিরিজে তাকে ছাড়াই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজ খেললেও (৩১, ৩২ ও ৮) সুবিধা করতে পারেননি। তাই আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রামের কথা বলে বাইরে রাখা হয় রিয়াদকে। একইভাবে আগামী মাসে ইংল্যান্ডের চেমসফোর্ডে আইরিশদের সাথে যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে, সেই দলেও নেই রিয়াদ।

রিয়াদকে আপাতত বিশ্বকাপ দলে দেখছেন না খালেদ মাহমুদ সুজন। আজ বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলায় উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপে রিয়াদ প্রসঙ্গে সুজন বলেন, ‘যদি আমি সত্যি বলি, রিয়াদকে আমি বিশ্বকাপে দেখছি না।’ কেন দেখছেন না? তার ব্যাখ্যায় সুজন বলেন, ‘যেহেতু ও জাতীয় দলে নেই, আমি যেভাবে দেখছি। কারণ, যদি তাকে বিশ্বকাপে দেখতাম, তাহলে এই সিরিজগুলোতে সে থাকতো।’

রিয়াদের সোনালি অতীতের প্রশংসা করে সুজন বলেন, ‘রিয়াদ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার অবশ্যই। বাংলাদেশ দলকে সে অনেক ম্যাচ জিতিয়েছে।’ রিয়াদ অনেক ম্যাচ একাই জিতিয়েছে। তা স্বীকার করে সুজন বলেন, ‘কিন্তু মূল কথা হচ্ছে, বর্তমান পরিস্থিতিটাই আসল। রিয়াদকে দলে কতটুকু দরকার বা ওর পরিবর্তে যারা খেলছে, তারা পারফর্ম করছে কি না। যদি পারফর্ম করে, তাদের পারফরম্যান্সে দল যদি সন্তুষ্ট থাকে; তাহলে রিয়াদের সুযোগ কম থাকবেই। যদি ওরকম না হয় তবেই কেবল রিয়াদের কথা ভাবা হবে। তার অভিজ্ঞতা তো আছেই। যেকোনো সময় ব্যাক করলে পারফর্মও করতে পারবে- সেটা আমরা সবাই বিশ্বাস করি।’

তবে রিয়াদের যে বিশ্বকাপে খেলার একদমই সম্ভাবনা নেই তেমনটাও নয়। সুজন বললেন,‘সময় তো আছে, একদমই রিয়াদ যে বের হয়ে গেছে তা নয়; কিন্তু আমার মনে হয় বিশ্বকাপের আগে হঠাৎ আনা ঠিক হবে না। তার আগেই ওকে এনে সিরিজ ও ম্যাচ দিতে হবে।’

সেই সাথে মোহামেডানের হয়ে প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগে রিয়াদ কেমন করেন! তা দেখতেও মুখিয়ে সুজন। ‘সুপার লিগের ম্যাচগুলোতে রিয়াদ নিজেকে কীভাবে মেলে ধরে সেটাও দেখার বিষয়।’