Home > খেলাধুলা > ‘পরিবর্তন করলে জাতীয় ক্রিকেটারদের ছাড়াই খেলতে হবে’

‘পরিবর্তন করলে জাতীয় ক্রিকেটারদের ছাড়াই খেলতে হবে’

প্রচণ্ড দাবদাহে অতিষ্ট শহর। গরমের আগের দিনের তাপমাত্রা প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছে। এমন অবস্থাতেই চলছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) খেলা। যেখানে এই মুহূর্তে বাইরের কোনো কাজ করা কঠিন, সেখানে প্রখর রোদে মাঠে খেলা কতটা কঠিন তা অনুভব করছেন খেলোয়াড় ও ম্যাচ পরিচালক আম্পায়াররা। ইতোমধ্যে এ দাবদাহে খেলা চালিয়ে যাওয়া কষ্টকর বলে বেশির ভাগ ক্রিকেটাররা অভিযোগ করেছে আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজনের কাছে। যার কারণে ডিপিএলের সূচিতে পরিবর্তনের দাবি জানিয়েছেন তিনি।

তবে ডিপিএলের সূচি যদি পরিবর্তন করা হয় তাহলে এ টুর্নামেন্টে ক্লাবগুলোকে খেলতে হবে জাতীয় দলের খেলোয়াড়দের ছাড়াই। সোমবার (১৭ এপ্রিল) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটি জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘আসলে এই গরমটা একেবারে অপ্রত্যাশিত, আগে কখনো আমরা দেখিনি। আগামীতে এটা অবশ্যই আমাদের মাথায় থাকবে। আমরা ভবিষ্যতে যখনই এই খেলাগুলোর পরিকল্পনা করবো তখন এটা মাথায় থাকবে। তবে এটা মাথায় থাকলেই যে খুব বেশি কিছু একটা করা যাবে বলে আমার মনে হয় না। আমাদের যে ক্যালেন্ডারের ব্যস্ত সূচির পর যতটুকু ফাঁকা থাকে তাতে খুবই কঠিন।’

এ সময় জাতীয় দলের খেলোয়াড়দের বাহিরে রেখে সূচি অন্যসময়ে বোর্ড দিতে পারবে উল্লেখ করে পাপন বলেন, ‘আমরা খেলা দিতে পারব, কথা হচ্ছে ক্লাবগুলো খেলতে রাজি হবে কি না। জাতীয় দলের খেলোয়াড়দের ছাড়া কেউ খেলতে চায় না। আর আমাদের যে দায়বদ্ধতা আছে, ঐটাকে আলাদা রেখে সময় বের করা খুবই কঠিন। আমাদেরকে আসলে মেনেই নিতে হবে জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়াই খেলতে হবে ডিপিএল। ওদের থাকতেই হবে এমন চিন্তা থেকে যদি বের হয়ে না আসি তাহলে সূচি পরিবর্তন করা যাবে না।’