Home > জাতীয় > ঘুরতে গেলে উল্টো টাকা দেবে যে দেশ!

ঘুরতে গেলে উল্টো টাকা দেবে যে দেশ!

ভ্রমন একটি ব্যয়বহুল বিষয়। তাই অনেক সময় অর্থের অভাবে ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা ভ্রমণে যেতে পারি না। বিদেশ যাত্রা তাও অনেক দূরের বিষয়। তবে এবার ঘুরতে গেলে উল্টো টাকা দেবে অন্য দেশ! বিষয়টি শুনতে অদ্ভুত লাগলেও এমনই সিদ্ধান্ত নিয়েছে পূর্ব এশিয়ার স্বায়ত্ত্বশাসিত দেশ তাইওয়ান। মূলত পর্যটকদের আকৃষ্ট করতে এ উদ্যোগ নিয়েছে দেশটি। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন‘র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো  হয়, তাইওয়ান সিদ্ধান্ত নিয়েছে যেসব বিদেশি পর্যটক ঘুরতে আসবেন তাদের প্রত্যেককে ৫ হাজার তাইওয়ানি ডলার দেওয়া হবে। বাংলাদেশি অর্থে যা প্রায় ১৮ হাজার টাকার সমান। এছাড়া প্রায় ৯০ হাজার টুরিস্ট গ্রুপকে নগদ ২০ হাজার তাইওয়ানি ডলার দেওয়া হবে। তাইওয়ানের প্রধানমন্ত্রী চেন চিয়েন-জেন বৃহস্পতিবার জানিয়েছেন, তারা প্রত্যাশা করছেন, ২০২৩ সালে তাইওয়ানে আসবেন ৬০ লাখ পর্যটক। এছাড়া তাদের লক্ষ্য ২০২৫ সালে ১ কোটি পর্যটককে নিয়ে আসা। এর অংশ হিসেবেই এই অর্থ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তাইওয়ানের পরিবহনমন্ত্রী ওয়াং কুও-সাই বুধবার (২২ ফেব্রুয়ারি)  জানান, এই নগদ অর্থ দেওয়া হবে ডিজিটাল মাধ্যমে। পর্যটকরা এ দিয়ে তাইওয়ানের ভেতর হোটেল ভাড়া দেওয়া থেকে শুরু করে সবই করতে পারবেন। তিনি জানিয়েছেন, তাদের লক্ষ্য হলো জাপান, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, হংকং, ম্যাকাওসহ ইউরোপ ও আমেরিকার পর্যটকদের আকৃষ্ট করা।

উল্লেখ্য, ২০২২ সালে তাইওয়ানে এসেছিলেন মাত্র ৯ লাখ পর্যটক। এর মধ্যে সবচেয়ে বেশি পর্যটক ছিল ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্রের।