Home > রাজনীতি > পা ভেঙেছে যুব মহিলা লীগ নেত্রীর

পা ভেঙেছে যুব মহিলা লীগ নেত্রীর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত সভার মঞ্চ ভেঙে পড়ে গুরুতর আহত যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানা লিলির পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার পায়ে অস্ত্রোপচার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন লিলির স্বামী আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, লিলির পায়ে হাড়ের তিনটি অংশ ভেঙে গেছে। একটি অংশ আলাদা হয়ে গেছে। মঞ্চ থেকে পড়ার সময় লিলির পায়ের ওপর হয়তো ভারী কিছু পড়েছিল। তার হাঁটুর নিচের হাড়ে চিড় দেখা গেছে। স্ত্রীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দেলোয়ার হোসেন।

উল্লেখ্য, ঢাবি ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য দেওয়ার সময় মঞ্চ ভেঙে পড়ে। ওই ঘটনায় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা ছাড়াও আহত হয়ে চিকিৎসা নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বি এম এ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি জামাল উদ্দিন চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য মো. জসিম উদ্দিনসহ বেশ কয়েকজন নেতা।