Home > আন্তর্জাতিক > বর্ষবরণে নারীদের সঙ্গে জোর করে সেলফি তোলার চেষ্টা, হাসপাতালে ৪ জন

বর্ষবরণে নারীদের সঙ্গে জোর করে সেলফি তোলার চেষ্টা, হাসপাতালে ৪ জন

ইংরেজি নতুন বছর বরণে একসঙ্গে জড়ো হয়েছিল অনেক নারী ও পুরুষ। তবে সমস্যা দেখা দেয় সেলফি তোলাকে কেন্দ্র করে। নারীদের একটি দলের সঙ্গে সেলফি তোলার সুযোগ করে দেওয়া নিয়ে পুরুষদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।গতকাল শনিবার (৩১ ডিসেম্বর) ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নদিয়াতে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতীয় একাধিক গনমাধ্যম সূত্রে জানা যায়, গত রাতে গৌড় সিটি ফার্স্ট অ্যাভিনিউ সোসাইটিতে নতুন বছরের উৎসবে একদল পুরুষ দুই মহিলার সাথে সেলফি তোলার চেষ্টা করেন, এ সময় তাদের স্বামী এবং অভিযুক্তদের মধ্যে উত্তপ্ত তর্ক শুরু।এরপরই বহিরাগতরা তাদের উপর হামলা চালায়। এতে দু’জন পুরুষসহ নিরাপত্তাকর্মীরাও আহত হয়।

আজিত কুমার নামের একজন বাসিন্দা জানান, বহিরাগত পুরুষদের একটি দল আমার স্ত্রী ও আমার বন্ধুর স্ত্রীর সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। এতে তারা বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।এ ঘটনায় আহত ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে। করা হয়েছে মামলাও।