Home > রাজনীতি > মঞ্চে উঠতে নেতাকর্মীদের ধাক্কাধাক্কি

মঞ্চে উঠতে নেতাকর্মীদের ধাক্কাধাক্কি

নির্ধারিত সময়ের কিছু আগেই রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির গণসমাবেশ শুরু হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে সমাবেশ শুরু হয়।

সমাবেশের মূল মঞ্চে ২টি চেয়ার ফাঁকা রাখা হয়েছে। যার একটিতে খালেদা জিয়া ও অপরটিতে তারেক রহমানের নেমপ্লেট রাখা হয়েছে।

তবে সমাবেশ শুরুর আগে মঞ্চে ওঠার চেষ্টা করছেন অনেকেই। মঞ্চে ওঠার জন্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ধাক্কাধাক্কি করতে দেখা গেছে।

মঞ্চে থাকা কয়েকজন জানান, শুধু মহানগর ও কেন্দ্রীয় নেতাদের সমাবেশের মঞ্চে ওঠার কথা। কিন্তু বিভিন্ন জেলা থেকে আসা নেতারা মঞ্চে ওঠার চেষ্টা করেন। এ সময় তাদের সঙ্গে স্বেচ্ছাসেবকদের ধাক্কাধাক্কি শুরু হয়। বিএনপির সমাবেশস্থলের মাঠে বসার চেয়ে, মঞ্চে ওঠার আগ্রহই নেতাদের বেশি। এটা নিয়েই মূলত স্বেচ্ছাসেবীদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটছে।

এরই মধ্যে সমাবেশের মঞ্চে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, জয়নুল আবেদীন ফারুক, হাবিবুন নবী খান সোহেল, মোয়াজ্জেম হোসেন আলাল, মিজানুর রহমান মিনুসহ অনেকে উপস্থিত হয়েছেন।

এর আগে, শুক্রবার দুপুরে রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ করার অনুমতি পাওয়ার পর বিকেল থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। রাতেই প্রায় ভরে যায় গোলাপবাগ মাঠ। শনিবার ভোর হতেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন কর্মীরা। ইতোমধ্যে বিএনপি কর্মীদের উপস্থিতি মাঠ ছাড়িয়ে নেমেছে সড়কে। মিছিল আর স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।