Home > জাতীয় > সারাদেশ > পদ্মায় ধরা পড়লো ২০ কেজির কাতল

পদ্মায় ধরা পড়লো ২০ কেজির কাতল

রাজবাড়ী গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়ার পদ্মায় এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি কাতল মাছ। পড়ে মাছটি প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে মোট ২৬ হাজার টাকায় কিনে নেন চান্দু মোল্লা নামে এক মাছ ব্যবসায়ী।

মঙ্গলবার (১ নভেম্বর) সকালে মাছটি দৌলতদিয়ার আনোয়ার খার মৎস্য আড়ত থেকে মাছটি ক্রয় করেন তিনি। এর আগে ভোর ৬টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকার পদ্মা নদীতে স্থানীয় জেলে ইসহাক সরদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে ইসহাক সরদার বলেন, সোমবার শেষ রাতে সহযোগীদের নিয়ে ট্রলারে করে পদ্মায় মাছ শিকার করতে যাই। মঙ্গলবার ভোর ৬টার দিকে জাল তুলতেই বিশাল এই কাতল মাছটি ভেসে ওঠে। পড়ে সকালে মাছটি দৌলতদিয়ার আনোয়ার খার আড়তে বিক্রি করা হয়েছে।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, মঙ্গলবার সকালে আনোয়ার খার মৎস্য আড়ত থেকে একটু লাভের আশায় কাতল মাছ কিনেছি। এখন মাছটি বিক্রির জন্য দেশের বিভিন্নস্থানে যোগাযোগ করা হচ্ছে।