Home > রাজনীতি > ধনীরা খালি ঠকায় : ইনু

ধনীরা খালি ঠকায় : ইনু

আমরা বড় বড় ধনীর পক্ষে নই, ওরা খালি ঠকায় বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতাত্ত্বিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইনু বলেন, ধনীরা দিন-রাত দাম বাড়ায়। তারা পাঁচ টাকার জিনিস ৫০ টাকা বিক্রি করে। আমরা সেই দল না। আমরা বড়লোকের পক্ষে নাই।

তিনি বলেন, বাজারে চাল-ডাল, ডিমসহ সব কিছুর দাম ডাবল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে না হয় তেল ও ডিজেলের দাম বেড়েছে। কিন্তু চাল, ডালসহ অনেক কিছু আমরা নিজেরাই উৎপাদন করছি। তাহলে দাম বাড়ল কেন? তার মানে ঘাপলা আছে।

জাসদ সভাপতি বলেন, করোনায় সারা বিশ্ব যখন হুমড়ি খেয়ে পড়ল, বাংলাদেশ তো মাশাআল্লাহ ভালোই ছিল। তখন আমরা খেয়ে পড়ে বেঁচে ছিলাম। তাহলে আজকে এই বাজারের সমস্যার সমাধান করতে পারব না কেন? করতে হবে।

ইনু বলেন, যারা দাম বাড়ায় মজুতদার, বাজারের সিন্ডিকেট, লুটেরা ও দুর্নীতিবাজদের শক্ত হাতে দমন করি। তাহলেই তো সমস্যার সমাধান হয়।

তিনি বলেন, আপনারা কি লুটরাজের পক্ষে থাকবেন, নাকি বিপক্ষে থাকবেন? তাহলে কালকেই জাসদের কাছে ক্ষমতা দেন। তাহলে সমাজতন্ত্রের ডান্ডা হাতে করে সব ঠান্ডা করে দেব।

প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে ইনু বলেন, যারা এসব সংকটের জন্য দায়ী তাদের আপনি প্রশাসনের ডান্ডা দিয়ে ঠান্ডা করেন। সমাজতন্ত্রের চশমা দিয়ে দেখেন সব ঠান্ডা হয়ে যাবে।