Home > জাতীয় > সারাদেশ > নামাজ পড়তে গিয়ে ভ্যান হারানো রতন পেলেন নতুন ভ্যান

নামাজ পড়তে গিয়ে ভ্যান হারানো রতন পেলেন নতুন ভ্যান

প্রত্যেক মুসলিমের জন্য ইবাদাতের একমাত্র স্থান মসজিদ। আর এখানেই ধনী গরিব সকলেই আল্লাহর সন্তুষ্টি অর্জনে নামাজ আদায় আদায় করে থাকেন। তাদের মাঝে এমনি একজন রতন আলী। তিনি সাতক্ষীরা শহরের কাঠিয়া লস্কর পাড়ার বাসিন্দা।কিছুদিন আগে রতন সাতক্ষীরা পুরাতন কোর্ট মসজিদে এশার নামাজ পড়তে গিয়েছিলেন । প্রতিদিনের মতো সেখানে নামাজ আদায় করছিলেন তিনি। আর সে সময়েই নিজের সংসারের আয়ের একমাত্র উৎস ভ্যানটি চুরি হয়ে যায় তার। ফলে আয়ের উৎস হারিয়ে অসহায় হয়ে পড়েন এই ভ্যানচালক। তবে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হবার পর ভ্যান হারানো রতনকে নতুন ভ্যান উপহার দিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নতুন ভ্যানটি রতনের হাতে তুলে দেওয়া হয়।

নতুন ভ্যান উপহার পেয়ে রতন জানান, আমার সংসারে আয়ের একমাত্র উৎস ভ্যানটি হারিয়ে খুব অসহায় পড়ি। বিষয়টি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু জানতে পেরে আমাকে আশ্বস্ত করেন একটি ভ্যান উপহার দেওয়ার। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে একটি নতুন ভ্যান উপহার হিসেবে আমার হাতে তুলে দিয়েছেন। ভ্যানটি পেয়ে আমি অনেক খুশি। এতে আমার পরিবারও বাঁচবে আমিও বাঁচতে পারব।

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কিছু দিন আগে সাতক্ষীরা শহরের কোর্ট মসজিদে এশার নামাজ পড়তে যান ভ্যানচালক রতন আলী। নামাজ শেষ করে দেখেন তার ভ্যানটি চুরি হয়ে গেছে। ভ্যান হারিয়ে অসহায় হয়ে পড়েন ভ্যানচালক রতন আলী। বিষয়টি জানতে পেরে তার জন্য নতুন একটি ভ্যানের ব্যবস্থা করা হয়। মঙ্গলবার রাতে রতন আলীর হাতে নতুন ভ্যানটি হস্তান্তর করা হয়। নতুন ভ্যান পেয়ে আনন্দে আবেগ আপ্লুত হয়ে পড়েন ভ্যানচালক রতন আলী। অসহায়দের প্রতি এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।