Home > জাতীয় > সারাদেশ > আমা‌দের অসু‌বি‌ধা তত হ‌বে না: পররাষ্ট্রমন্ত্রী

আমা‌দের অসু‌বি‌ধা তত হ‌বে না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ব‌লে‌ছেন, সবসময় আমরা শা‌ন্তি চাই। আমরা চাই স্থি‌তিশীলতা, বি‌শেষ ক‌রে আঞ্চ‌লিক স্থি‌তিশীলতা ও শা‌ন্তি য‌দি না থা‌কে আমরা ক্ষ‌তিগ্রস্থ হই। আমরা চাই সব দে‌শের স্থিতিশীলতা।

মঙ্গলবার (১৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবা‌দিক‌দের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এর আগে ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন মন্ত্রী।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, ইউরোপ-আমে‌রিকা য‌দি খারাপ থা‌কে আমা‌দের জি‌নিস কিন‌বে না। মধ‌্যপ্রাচ‌্য খারাপ হ‌লে আমা‌দের লোক সেখা‌নে কাজ কর‌তে পা‌রে না।

রা‌শিয়া-ইউক্রেন যু‌দ্ধ প্রসঙ্গ টেনে তি‌নি ব‌লেন, আগামী‌তে বি‌ভিন্ন দেশ সমস‌্যায় পড়‌বে। যে প‌রি‌স্থি‌তি দেখ‌‌ছি। এটার কারণ রা‌শিয়া-ইউক্রেনের যুদ্ধ। এর ফ‌লে সাপ্লাই চেইন, ফিন‌্যান্সিয়াল চেইন সবগু‌লো ক্ষ‌তিগ্রস্থ হ‌য়ে‌ছে। এতে সারা ইউরোপ যেমন ঝা‌মেলায় পড়‌বে, অন্য দেশও ঝা‌মেলায় পড়‌বে বলে মন্তব্য করেন তিনি।

সাম‌নের শী‌তে বৈশ্বিক প‌রি‌স্থি‌তি আরও ক‌ঠিন হ‌বে ব‌লে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈশ্বিক প‌রি‌স্থি‌তি‌ বি‌বেচনায় বাংলা‌দেশ সরকা‌র চেষ্টা কর‌ছে। প্রধানমন্ত্রী সবাইকে সতর্ক ক‌রে‌ছেন। জ্বালানি সংরক্ষণের ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিয়েছি। আমা‌দের অসুবিধা তত হবে না। আমরা আগেভাগেই পদক্ষেপ নিচ্ছি, যা‌তে কো‌নো ঝামেলায় না পড়ি।

আলোচনা সভার শুরুতে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব।