Home > অর্থনীতি > বাংলালিংক ও পল্লী সঞ্চয় ব্যাংকের মধ্যে চুক্তি

বাংলালিংক ও পল্লী সঞ্চয় ব্যাংকের মধ্যে চুক্তি

দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক পল্লী সঞ্চয় ব্যাংকের (পিএসবি) সাথে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় পিএসবির কর্মীদের বিশেষ কর্পোরেট সংযোগ ও বাল্ক এসএমএস প্রদান করবে বাংলালিংক।

বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজিন ও পল্লী সঞ্চয় ব্যাংকের জেনারেল ম্যানেজার দীপঙ্কর রায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ  চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর খন্দকার আতাউর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার, মো. ইসমাইল মিয়া, পল্লী সঞ্চয় ব্যাংকের ডাটাবেস এডমিনিস্ট্রেটর মো.  শাহরিয়ার রাসেল, পল্লী সঞ্চয় ব্যাংকের ডেপুটি কনসালটেন্ট-আইটি মো. সাইমুম রহমান, বাংলালিংকের হেড অব স্ট্র্যাটেজিক বিজনেস এসএম  শামসুর রহমান, বাংলালিংকের কর্পোরেট গ্রুপ ম্যানেজার নওশাদুল করিম চৌধুরী ও বাংলালিংকের কর্পোরেট অ্যাকাউন্ট ম্যানেজার তানভীর আহমেদ।

বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত তানজিন বলেন, বাংলালিংক সবসময় সারাদেশে গ্রাহকদেরকে দ্রুততম ফোরজি নেটওয়ার্কের মাধ্যমে সেবা প্রদানকে অগ্রাধিকার দিয়ে আসছে। আমরা বিশ্বাস করি, এই অংশীদারিত্ব পিএসবি কর্মীদের জন্য ডিজিটাল সেবা ও যোগাযোগের সুযোগকে প্রসারিত করবে। দেশব্যাপী আমাদের উন্নত নেটওয়ার্কের  জন্য  পিএসবি কর্মীরা আমাদের কর্পোরেট সুবিধা এবং বিভিন্ন আইসিটি সেবা থেকেও উপকৃত হবেন। আমরা সবসময়  ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাফল্যের অংশীদার হতে চাই।

পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর খন্দকার আতাউর রহমান বলেন, আমরা দীর্ঘদিন ধরে বাংলালিংকের কর্পোরেট সেবা গ্রহণ করে আসছি। এই  চুক্তির মাধ্যমে আমাদের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। আমাদের হাজার হাজার গ্রাহক এবং কর্মচারী এই অংশীদারত্বের মাধ্যমে উপকৃত হবেন। আমি বিশ্বাস করি যে, দ্রুততম ফোর জি নেটওয়ার্ক ও মানসম্মত ডিজিটাল সেবা প্রদানের মাধ্যমে বাংলালিংক পল্লী সঞ্চয় ব্যাংকের দারিদ্র্য বিমোচন এবং নারীর ক্ষমতায়ন কর্মসূচিতে ইতিবাচক অবদান রাখবে।